এনআরসি,এনপিআর ও সিএএ’র Er বুথ ভিত্তিক কর্মী ও এজেন্টদের নিয়ে একটি কর্মশালার করলো হরিশচন্দ্রপুর থানা জাতীয় কংগ্রেস।

দেবু সিংহ,মালদা: কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি এনআরসি,এনপিআর ও সিএএ’র শিকার থেকে মানুষকে রক্ষা করার লক্ষ্যে শনিবার সকালে হরিশচন্দ্রপুরের কাউয়ামরি জিডি কলেজে মাঠে এলাকার বুথ ভিত্তিক কর্মী ও এজেন্টদের নিয়ে একটি কর্মশালার করলো হরিশচন্দ্রপুর থানা জাতীয় কংগ্রেস। এদিনের ওই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মোস্তাক আলম।জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি ভূপেন্দ্রনাথ […]

Continue Reading