রাজু পাত্র, নদীয়া : নদীয়া জেলার নবদ্বীপ এর প্রাচীন মায়াপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির দিনে গত দুইদিন ধরে চলল বিভিন্ন অনুষ্ঠান । গতকাল সকাল ৭:৩০ মিনিটে শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা আরম্ভ হয়।সকাল ৮টায় শ্রীমদ্ভাগবৎগীতা পাঠ করেন শ্রী মুকুল গোস্বামী। সকাল ১১:৩০ মিনিটে শ্রীশ্রীঠাকুরের কথা আলোচনা করেন রামকৃষ্ণ মিশন শিক্ষন মন্দির,বেলুড় মঠের পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দিব্যগুণানন্দজী মহারাজ।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক শ্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার সম্মানীয় কাউন্সিলর শ্রী মিহির কান্তি পাল,শ্রীমতি অনুরাধা মন্ডল,শ্রীমতি শিলা সাহা,শ্রীমতি ভারতী ভট্টাচার্য্য ,শ্রীমতি মণিকা চক্রবর্তী,শ্রীমতি মিতালী হালদার, শ্রী শ্যামাপ্রসাদ পাল।
দুপুর ১২:৩০ মিনিট থেকে প্রসাদ বিতরন শুরু হয়।প্রায় পাঁচ সহস্রাধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেন।প্রসাদ বিতরণ পর্ব বিকাল ৫:১৫ মিনিটে শেষ হয়।
সান্ধ্যকালীন পর্বে সন্ধ্যারাত্রিক ও প্রার্থনার পরে শ্রীশ্রীঠাকুরের কথা আলোচনা করেন রামকৃষ্ণ মিশন শিক্ষন মন্দির,বেলুড় মঠের অধ্যাপক ডঃ শিহরণ চক্রবর্তী।
‘রামকৃষ্ণ শরণম’ সঙ্গীত
ও হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে দুইদিনব্যাপী এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।