নবনির্মিত শিব মন্দিরের শুভ উদ্বোধন

Social

দেবু সিংহ,মালদা : হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর জিপির মনোহরপুর গ্রামে বুধবার শুভ উদ্বোধন হলো সার্বজনীন শিব মন্দিরের।মন্দির কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় মনোহরপুর সার্বজনীন শিব মন্দিরের ভিত্তি স্থাপন হয় বলে জানান।’

স্লোগানে দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোহরপুর গ্রাম থেকে সরনপুর গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ নগর পরিক্রমা করে এলাকার প্রায় দু’হাজার স্ত্রী-পুরুষ সহ ছেলেমেয়েরা।

হরিশ্চন্দ্রপুর থানার মনোহরপুর, সরনপুর, টিকা চাঁদ, ছত্রক ও খুনিয়া পাহাড় এলাকার বাসিন্দারা এদিন নগর পরিক্রমায় অংশগ্রহণ করে।

শিব মন্দির কমিটির উদ্যোক্তা হরিচরণ রাম, স্বপন কর্মকার, দুলাল দাস ও বিনোদ রামরা জানান বুধবার সকাল থেকে মাঙ্গলিক আরতি, শিব পূজা, জীবন্যাস ও মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন, অঞ্জলী প্রদান ও শ্রীশ্রী চন্ডী ও গীতাপাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভারম্ভ হয়।

দীর্ঘ কুড়ি বছর ধরে তারা গ্রামের অন্য এক মন্দিরে শীতলা মায়ের পুজো দিয়ে আসছিল। গ্রামবাসীর সহযোগিতায় প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এই শিব মন্দির। বুধবার তা শুভ উদ্বোধন হয়। গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিন শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বুলবুল খান ও সুলতান নগর জিপির উপপ্রধান গুড্ডু খান সহ এলাকার বিশিষ্টজনেরা।

Leave a Reply