নিউজ সোশ্যাল বার্তা :বিপদ কি আর বলে কয়ে আসে! তাই প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট যে কোনো বিপর্যয়ের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে আজ শুক্রবার “দুর্ঘটনা ও বিপর্যয় মোকাবেলার” সচেতনতা শিবিরের আয়োজন করেছিল মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিট।
এই সচেতনতা শিবিরে সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সাধনা ফাউন্ডেশন,বেলডাঙ্গা।আলোচ্য বিষয়-ছিল বন্যা, খরা, ভূমিক্ষয়, সর্পদংশন,অগ্নি বিপর্যয় ও বৈদ্যুতিক দুর্ঘটনা।বিপদ গুলি থেকে কিভাবে তাৎক্ষণিক সহ কিভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে তাও আলোচনা করা হয়। শিক্ষক-শিক্ষিকা,শিক্ষা কর্মীবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি Demo প্রদর্শনের মাধ্যমে অনেকটাই সমৃদ্ধ হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মৃগাঙ্ক মৌলি বিশ্বাস,জাতীয় সেবা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী অমিত কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ।জাতীয় সেবা প্রকল্পের সদস্য মহ: মুর্শিদ বলল “এই সচেতনতা শিবির এর মাধ্যমে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারলাম”।