মলয় দে নদীয়া:-গতবছর 14 ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে 39 জন বীর জওয়ানদের আত্ম বলিদান, প্রতিবছরই এভাবে কালো দিন হিসেবে সকলের হৃদয়ে লেখা থাকবে। মায়ের কান্না, সতীর্থদের স্বজন হারানোর বেদনা, দেশের সৈনিকের মৃত্যু সব মিলিয়ে যুব সমাজের রক্তর উষ্ণতা বাড়ায় ক্রমাগত। যারা সৈনিক তারা জবাব দেবে আগামীতে দেশরক্ষার প্রশ্নে, কিন্তু সাধারণ যুবসমাজ তো বসে থাকতে পারে না! তাই তাদের রক্ত অর্পণের মাধ্যমে এই দিনটি স্মরণীয় করে রাখতে আজ শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডে শান্তিপুর শহর যুবকবৃন্দের ব্যবস্থাপনায় রক্ত দান করল 30 জন যুবক।
দেড়শ জনের কাছাকাছি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের সহযোগিতা করল বস্ত্র দানের মাধ্যমে। হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিতে সংবর্ধিত করা হলো একজন পুরোহিত ও মৌলবী কে। শহীদ বেদীতে মাল্যদান করেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান অজয় দে, উপস্থিত ছিলেন শান্তিপুর থানার আধিকারিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগন।