মলয় দে নদীয়া:-শান্তিপুর শহর যুব সংগঠনের (ডিওয়াইএফআই) এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও, শান্তিপুর শহর 8 এবং 9 নং শাখার উদ্যোগে সলিল ঘোষ স্মরণে বসে আঁকো, রক্তদান ,যেমন খুশি সাজো সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল আজ সারাদিন ব্যাপী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই সম্পাদক মন্ডলীর সদস্য অরিন্দম বিশ্বাস, শান্তিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৌমেন মাহাতো,ডিওয়াইএফআই লোকাল কমিটির সম্পাদক অর্চন প্রামানিক, ইউনিট সভাপতি লতিফ শেখ সহ বিভিন্ন শহর নেতৃত্ব।
38 জন তরতাজা যুবক ব্রতী হয়, মহৎ রক্তদানে। অন্যান্য শাখাতেও এভাবে রক্ত দান অনুষ্ঠান হওয়ায়, খানিকটা রক্তাল্পতা দূর হয় শান্তিপুরবাসীর। বসে আঁকো তে অংশগ্রহণ করে শান্তিপুরের বিভিন্ন স্কুলের 121 জন প্রতিযোগী, যেমন খুশি সাজো তে 38 জন অংশগ্রহণ করে। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা “বর্তমান ভারতের ছাত্র সমাজ”এসাউল হকের উপস্থিতিতে। সামাজিক বিভিন্ন কাজের মধ্য দিয়ে কাছে আসা সাধারণ মানুষকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মোকাবেলা সম্পর্কে অবহিত করার সুযোগ মেলে আজকে অনুষ্ঠানে।