খুঁটি পূজোর মধ্য দিয়ে পূজোর সূচনা হল দক্ষিণী যুগদর্শী ক্লাবে

Social

দেবু সিংহ, মালদা: মালদার হরিশ্চন্দ্রপুরে দূর্গা মায়ের আগমনে কাশ ফুলের গন্ধে ভরে উঠেছে আকাশ বাতাস।ঢাকে পড়েছে কাঠি।প্রায় মাস খানেক পরেই শুরু হতে চলেছে বাঙালীর সব থেকে বড় উৎসব দুর্গাপূজা।পূজো প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছেন আপামর বাঙালী। সোমবার খুঁটি পূজোর মধ্য দিয়ে পূজোর সূচনা করলেন হরিশ্চন্দ্রপুর সদর এলাকার দক্ষিণী যুগদর্শী ক্লাব।

ক্লাব সূত্রে জানা যায়,দর্শকদের চমক দেওয়ার জন্য প্রতিবছর নিত্য নতুন থিম পূজা করে থাকেন এই দক্ষিণী যুগ দর্শী ক্লাব।এবছর ক্লাবের নামকরণে দক্ষিণী রাজবাড়ীর আদলে তৈরি করা হবে এই পুজো মন্ডপ।পুজো মন্ডপের প্রবেশ পথে
লাইট দিয়ে তৈরি করা হবে টুইন টাওয়ারের আদলে গেট।আলোকসজ্জায় ভরিয়ে তোলা হবে মন্ডপ।কলকাতার চন্দন নগর থেকে আলোকসজ্জার জন্য নিয়ে আসা হয়েছে লাইট ডেকোরেটরকে।যা ইতিমধ্যে মন্ডপ তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
ক্লাব সম্পাদক মানিক দাস জানান, এবছর ৩৬ তম বর্ষে পদার্পণ করলো এই পুজো।এবছর পুজোর বাজেট হচ্ছে ১২ লক্ষ টাকা।পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই পুজোকে কেন্দ্র করে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার এলাকার দুঃস্থ মানুষদের সেবায় নিয়োজিত থাকবেন তাঁরা।

Leave a Reply