মুসলমান ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে মসজিদ থেকে ঈদগার সেজে উঠছে আলোকসজ্জায়

Social

মলয় দে নদীয়া:- মুসলমান ধর্মালম্বীদের অন্যতম প্রধান উত্সব ঈদ উল ফিতর। এক মাস রোজা রাখার পর রমজানের শেষ লগ্নে পালিত হয় খুশির ঈদ। এই উত্সবকে অনেকেই মিঠি ঈদ বলে থাকেন কারণ এই দিন মুসলমান ধর্মালম্বীরা তাদের উপবাস ভাঙেন। এই দিন শের খুরমা এবং কিমামি সেবাইয়ানের মতো মিষ্টি খাবার তৈরি করা হয়। প্রতিদিন যেমন মসজিদে নামাজ পড়েন রোজাদাররা তেমন বাড়িতেও মহিলারা নামাজ পড়েন। পাঠ করেন কোরান। মেয়েরা এবং হাতে মেহেন্দি এবং বিভিন্ন , ঈদ উপলক্ষে পোশাক এবং সাজ সরঞ্জাম কিনতে ব্যস্ত থাকেন। গৃহবধূ রা বাড়ি সুসজ্জিত করে, বিভিন্ন ধরনের রান্নার আয়োজন করেন। এরকমই নানান চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়।

রাতেই সমস্ত মসজিদ থেকে ঈদগার সেজে উঠছে আলোকসজ্জায়। আজ সৌদি আরব সহ, ভারতের দক্ষিণে কয়েকটি রাজ্য তে পালন হয়েছে ঈদ। তবে আগামীকাল সামগ্রিক ভারতবাসী পালন করতে চলেছে খুশির ঈদ।

Leave a Reply