মলয় দে নদীয়া:-ভ্যালেন্টাইন্স ডের দিন ভর দুপুরে চুরি যায় টোটো। এদিক ওদিক খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে পুলিশের দারত্ব হল অসহায় দরিদ্র টোটো চালক।
ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত স্টেশন সংলগ্ন গোডাউন মাঠ এলাকার। জানা যায় গত ১৪ তারিখ আনুমানিক বেলা দেড়টা নাগাদ শান্তিপুর বিবাদীনগর নিবাসী টোটো চালক নরোত্তম দেবনাথ বাজার করতে যান। বাজার করার আগে স্বভাবতই বাজারের পাশেই নিজের টোটো গাড়ি থেকে চাবি দিয়ে এক জায়গায় রেখে দিয়ে যান তিনি। এরপর ফিরে এসে দেখেন তার টোটোটি নেই।
সাময়িকভাবে তিনি ভাবেন হয়তো কেউ তার টোটো গাড়িটিকে অন্য কোথাও রেখে দিয়েছেন জায়গার অভাবে। কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও তিনি তার টোটো খুঁজে পান না। এরপর এক ব্যক্তির মারফত তিনি জানতে পারেন তার টোটো গাড়ির মতো দেখতে একটি টোটো গাড়িকে ইতিমধ্যেই এক ব্যক্তিকে মুখে কাপড় বেঁধে নিয়ে যেতে দেখেছেন তিনি। এরপরেই তিনি বুঝতে পারেন তার টোটোটি খোয়া গেছে।
এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই অসহায় টোটো চালক। তবে ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন এখনো তার সাথে যোগাযোগ করেনি আশেপাশের সিসি ক্যামেরা দেখে তদন্ত শুরু করার অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি জানান গত সাত থেকে আট বছর ধরে টোটো চালিয়ে সংসার টানছেন তিনি। পরিবারে রোজ গেলে বলতে তিনি একা। এর আগে কর্মসূত্রের বাইরে থাকতেন। একটি মাত্র মেয়ে রয়েছে মেয়েকে মানুষ করার জন্যই নিজের এলাকায় এসে টোটো চালাতেন তিনি। তবে এখন টোটো দিয়ে খোয়া যাওয়ার পর থেকে রোজগার বন্ধ হয়ে গিয়েছে তার। তিনি চান প্রশাসন অবিলম্বে তার টোটোটি তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক।