নদীয়ায় প্রাচীন নাট্যগোষ্ঠী নবারুণ আয়োজিত নাট্য প্রতিযোগিতা 

Social

মলয় দে, নদীয়া:-৫০ বছর ধরে একনাগাড়ে নাটকের প্রতিযোগিতা বর্তমান সময়ে দর্শকের অনুপাতে খুবই বিরল দৃশ্য। তবে নদীয়ার শান্তিপুর বরাবরই নাটকের পিঠস্থান হিসেবে পরিচিত। বরাবরই এই শহর শিল্প কলাকে প্রাধান্য দিয়ে এসেছে। বহু প্রাচীন কাল থেকেই এই শহরে নাটকের চর্চা হয়ে আসছে। এবার শান্তিপুরের এক প্রাচীন নাট্যগোষ্ঠী নবারুণ আয়োজিত ৫০ তম বর্ষে অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হলো। ৩ জানুয়ারি থেকে চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। জানা যায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরী মঞ্চে এই নাটক উপস্থাপনা করা হবে।

নবারুণের অন্যতম প্রতিষ্ঠাতা বিজন ঘোষ জানান, আনুমানিক প্রায় ষাটের দশক ১৯৬৮ সালে এই প্রতিষ্ঠান স্থাপন করা হয়। তৎকালীন সময়ে শ্যামনগরের একটি নাটক দেখে তার মনে হয় শান্তিপুরের বুকেও এই ধরনের সংস্কৃতির উদ্ভাবন করা দরকার। এরপরই তিনি শান্তিপুরে বিভিন্ন নাট্য প্রেমি মানুষদের নিয়ে এই নাটকের গোষ্ঠী গঠন করেন। সেই সময় প্রথাগত ভাবে কেউই অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত ছিলেন না তারা। তবে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে নিজেদের শিল্পকলা ধারালো করেন। এবং হয়ে ওঠেন একেকজন দক্ষ ও গুণী অভিনেতা। এরপরেই তারা আয়োজন করতে শুরু করেন নাটকের মেলা বা বলা ভালো নাটকের প্রতিযোগিতা যা আজ ৫০ তম বর্ষে পদার্পণ করল। যদিও করণা অতিমারি এছাড়া বিভিন্ন ছোট বড় কারণে মাঝে ৬টি বছর এই নাটকের প্রতিযোগিতা বন্ধ ছিল। তা না হলে ২০২৫ সালে এসে এই নাটকের প্রতিযোগিতা ৫৬ তম বর্ষে পদার্পণ করতো।

এ বছরেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক নাট্যগোষ্ঠীরা এসে তাদের নাটক মঞ্চস্থ করবেন শান্তিপুর পাবলিক লাইব্রেরী মঞ্চে। তবে নাট্য শিল্পীরা জানাচ্ছেন, বর্তমানে স্মার্টফোনের দুনিয়াতে নাটক সেভাবে গুরুত্ব পায় না। তার বদলে চকচকে এইচডি স্ক্রিনে সিনেমা ওয়েব সিরিজ দেখতেই মন মজেছে তরুণ প্রজন্মের। সেই কারণেই ধীরে ধীরে নাটক এবং নাট্য দলগুলি ছোট হয়ে আসছে। তবে প্রাণোচ্ছল অভিনয় এখনো পর্যন্ত একমাত্র নাটকেই উপলব্ধি হয় দর্শকের। যেখানে সমস্ত কিছুই হয় সরাসরি দর্শকের সামনে থাকে না কোনও রিটেকের সুযোগ। এমনকি একাধিক ছোট বড় অভিনেতারাও প্রথম হাতে করি তাদের নাটকের মঞ্চ থেকেই হয়। অথচ আজকে অনেকেই সেই জায়গাকে গিয়েছে ভুলে তবুও এই পরিস্থিতি থেকেই এই লড়াই চালিয়ে যাচ্ছেন এখনো বাংলার একাধিক নাট্য দল নিদর্শন শান্তিপুরের নবারুনের সুবর্ণজয়ন্তী বর্ষ।

Leave a Reply