ক্যান্সার রোগীর অপারেশন করে অভাবনীয় সাফল্য অশোকনগর পৌরসভা পরিচালিত প্রজ্ঞানানন্দ সরস্বতী সেবা সদনে

Social

অশোকনগর: কলকাতা কিংবা বারাসাতের পর এই প্রথমবার মফস্বল অঞ্চলে এক বিরল অপারেশন করে চিকিৎসা জগতে অভূতপূর্ব সারা ফেলে দিয়েছে অশোক নগরের প্রজ্ঞানানন্দ সরস্বতী সেবা সদন। আই সি ইউ কিংবা ভেন্টিলেশনের কোন বন্দোবস্ত নেই তাও এই অপারেশনে সফল ডাক্তার ঋতবান সাহা ভৌমিক সহযোগিতায় ছিলেন ডাক্তার রজতাভ পারিয়া।

বুধবার দুপুর থেকে প্রায় পাঁচ ঘন্টা সময় ধরে চলে এই অপারেশন। অশোকনগরের বাসিন্দা নিখিল সরকার সাম্প্রতিক কিছু খেতে পারছিলেন না। মুখে নানান রকম সমস্যা হচ্ছিল, পরীক্ষা করে জানা যায় তিনি মুখের ক্যান্সারে আক্রান্ত। নিখিল বাবুর মেয়ে প্রিয়াঙ্কা মজুমদার সরকার জানালেন তার বাবার ক্যান্সার ধরা পড়ার পরে বিভিন্ন জায়গায় তারা ডাক্তার দেখিয়েছেন কিন্তু এত খরচ সেই ভেবে তারা যোগাযোগ করেন এই সেবা সদনে। খুবই স্বল্প খরচে হয় এই অপারেশন।
নিখিল বাবুর পরিবার-পরিজন সেবাসদনের এই পরিষেবায় ভীষণভাবে খুশি। ডাক্তার ঋতবান সাহা ভৌমিক জানালেন আজকাল বহু মানুষ আক্রান্ত হচ্ছেন মুখের ক্যান্সারে কিন্তু সময়মতো সঠিক চিকিৎসা করাতে পারলে তাকে ক্যান্সার থেকে মুক্তি দেওয়া অনেকটাই সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন করতে হয় যদিও কলকাতার বড় বড় হাসপাতালে এই অপারেশন অনেকটাই ব্যয় বহুল। তাই প্রজ্ঞানানন্দ সরস্বতী সেবা সদনে আগামী দিনে এই ধরনের অপারেশন হলে বহু মানুষ উপকৃত হবেন।

Leave a Reply