জনশ্রুতি অনুযায়ী নদীয়ার নবদ্বীপের ঐতিহ্য বাহী অভয় মাতা পুজোর সূচনা হয়েছিল শ্রী চৈতন্যদেবের হাতে

Social

মলয় দে নদীয়া:-দূর্গা পুজোয় বিভিন্ন জায়গার দেখ যায় ভিন্ন ভিন্ন ভাবনায় তথা দেবীর বিভিন্ন রূপে পুজিত হতে।আর তেমনি নদীয়ার নবদ্বীপ শহরে অভয় মাতা রূপে পূজিত হয় দেবী দুর্গা ।

শহরের প্রায় মধ্যস্থলে অবস্থিত এই মন্দির।
বছর ভর নবদ্বীপ সহ পার্শ্ববর্তী এলাকায় ভক্তরা পুজো দিতে আসে এই মন্দিরে,পাশাপাশি দূর্গা পুজোতেও দেখা যায় বহু ভক্ত সমাগম।
অতীতে বলি প্রথা থাকলে বর্তমানে তা নেই, মহা অষ্টমীর দিনে এখানে দেখা যায় হাজার হাজার ভক্ত সমাগম। দুর দুরান্ত থেকে এখানে সমাগম ঘটে ভক্তদের।
জনশ্রুতি আছে স্বয়ং মহাপ্রভুর হাতে শুরু হয়েছিল এই পুজোর।সেই সময় থেকে এখনো চিরাচরিত নিয়ম মেনেই চলছে এই পুজো।
এবছর পুজোর নির্ঘন্ট রাত ও ভোরে থাকার কারনে অষ্টমী পুজোতে ভোর তিনটে থেকে শুরু হয়েছে ভক্ত সমাগম, চলবে দিন ভর পুজো।এছাড়াও মন্দির কতৃপক্ষ জানান এবছর দেবী মূর্তূীর নিরঞ্জন হবে শনিবার।

Leave a Reply