রাস্তার বেহাল অবস্থা ! নাকাল বাসিন্দারা

Social

পূর্ব মেদিনীপুর : এগরা : রাস্তার বেহাল অবস্থা। নাকাল বাসিন্দারা। ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু বাস্তবে কোন কিছুই হয় না। তাই প্রচণ্ড ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের কসবাগোলা ডোমপুকুর এলাকায় রাস্তা না কি পুকুর কোন কিছুই বোঝার উপায় নেই। অভিযোগ, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রাস্তার অবস্থা খুবই শোচনীয়। কাদা ও জল ঘেঁটে বেরোতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বর্ষার মরশুমে খুবই বেহাল দশা। এই রাস্তা দিয়েই কসবাগোলা গ্রামের বহু মানুষের যাতায়াত। কিন্তু রাস্তা না কি নরক। তা আর বলার অবকাশ থাকে না। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে গ্রামের মানুষ সবাই খুবই সমস্যায় পড়েছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগ আর কমেই না।

স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি যে, গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস এবং বিধায়ককে জানিয়েও মেলেনি সুরাহা। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। তবে এ বিষয়ে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা কোন মন্তব্য করতে রাজি হননি। কিন্তু রাস্তা কবে হবে! সেই অপেক্ষায় রয়েছে স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply