স্বচ্ছ ভারত অভিযানে মুর্শিদাবাদের নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুল

Social

সোশ্যাল বার্তা:  সরকারের স্বচ্ছ ভারত অভিযানের “স্বচ্ছতা হি সেবা” যা সারা ভারতবর্ষ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। যার লক্ষ্য স্বচ্ছতার প্রতি জনগণের অধিক মাত্রায় অংশগ্রহণ বাড়ানো। যা শেষ হবে ০২-১০-২০২৪ তারিখ মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালনের মধ্য দিয়ে। যার উদ্দেশ্য হল আবর্জনা মুক্ত ভারত গড়ে তোলা।

সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুলের এনএসএস ইউনিটের ভলেন্টিয়াররা। ইতিমধ্যে শপথ গ্রহণের মাধ্যমে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেছে বিদ্যালয় এর এনএসএস ইউনিটের ভলেন্টিয়াররা। জনগণ তথা গ্রামবাসীকে সচেতন করতে পদযাত্রা করেছে এবং বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছতা এবং প্লাস্টিক বর্জন বিষয়ে সচেতন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া বিদ্যালয় ক্যাম্পাস সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে নিজেরাই এগিয়ে এসেছে। বৃক্ষ রোপনের মাধ্যমে পালিত হচ্ছে “এক পের মা কে নাম”।

শনিবার স্বচ্ছতা হি সেবার পঞ্চম দিনে বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন পরিষ্কার করার এবং জনগণকে সচেতন করার কর্মসূচি সম্পন্ন করেছে। শামসুল, ইলিয়াসদের বক্তব্য, প্লাস্টিক খুবই ক্ষতিকর, তাই তা যাতে বন্ধ করা যায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে এসেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলি বিশ্বাস মহাশয় বলেন, প্লাস্টিক মুক্ত বিদ্যালয় এবং সমাজ গড়ে তুলতে আমাদের বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ভলেন্টিয়াররা যথেষ্ট উদ্যোগী। এমনকি গ্রামবাসীরাও আমাদের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিদ্যালয়ের এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার তথা সহকারী প্রধান শিক্ষক মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয় বলেন, আমারা প্রায় সারা বছরই এই ধরনের সমাজ সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকি। মুর্শিদাবাদ জেলার বিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র আমাদের নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুলের এনএসএস ইউনিট এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সঞ্জয় কুমার চট্টোপাধ্যায়, মহ: সাফিকুজ্জামান, মহ: হাসানুজ্জামান, খোকন হালদার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

Leave a Reply