অভিজিৎ হাজরা, হাওড়া:- গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ১নং ,আমতা ২নং , উদয়নারায়ণপুর ব্লকের বিস্তির্ণ অঞ্চলের বিভিন্ন গ্ৰাম ডি ভি সি -র ছাড়া জলে জলমগ্ন।বাণভাসি এলাকায় বিভিন্ন বিপদ তাদের নিত্যসঙ্গী। গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা তথা উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত আকনা গ্ৰাম।
আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে এই গ্ৰামের এক মহিলা দামোদর নদে স্নান করতে গিয়েছিলেন। নদের প্রবল স্রোতে তিনি ভেসে যান। নদের জলে মহিলাকে ভেসে যেতে দেখেন আকনা গ্ৰামের যুবক রাকেশ সামন্ত এবং পাশ্ববর্তী গ্ৰাম ঠাকুরাণী- র যুবক সৌমেন মালিক ।তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে – মৃত্যুকে পরোয়া না করে মহিলাকে বাঁচানো জন্য দুজনে ই দামোদর নদে ঝাঁপ দেয়। নদের প্রবল স্রোতের সাথে যুদ্ধ করে দীর্ঘ চার কিলোমিটার সাঁতারে তারা ওই মহিলাকে উদ্ধার করে। ওনাদের অদম্য লড়াইয়ে মহিলা নবজীবন লাভ করেন। মহিলাকে উদ্ধার করে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মহিলা এখন সুস্থ আছেন।