ব্যাংক লোন করে পর্তুগালে আ্যাক্রোবেটিক মিক্স জিমনাস্টিক বিশ্ব চ্যাম্পিয়ান শিপে অংশ নেবে নবদ্বীপের দুই খেলোয়াড়

Social

মলয় দে নদীয়া:-

কাজী নজরুল ইসলামের লিখেছিলেন, থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎ টাকে,,আর নবদ্বীপের দুই কৃতীর প্রতিভা এখন দেখবে গোটা বিশ্ব,,নবদ্বীপ শহরের দুই কৃতী একজন অঙ্কুশ কর্মকার অপর জন রাইনা মজুমদার।

দুজনেই তাদের পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই জিমনাস্টিক শিখছে নবদ্বীপ শহরের ঢপওয়ালি মোড় এলাকার শক্তি সমিতির ক্রিয়েটিভ জিমনাস্টিক আ্যাকাডেমিতে।

অতীতে এই প্রশিক্ষন কেন্দ্রের বিভিন্ন বয়সী বহু ছাত্র ছাত্রী জেলা, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক পদক জয় লাভ করেছে।
আর এবার এ সবকে ছাপিয়ে নিজেদের উদয়ম ইচ্ছে শক্তি ও প্রচেষ্টায় এই প্রশিক্ষন কেন্দ্রের দুই কৃতী জায়গা করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ান শিপ খেলায়।
প্রশিক্ষনের জন্য নেই পর্যাপ্ত ও উপযুক্ত জায়গা,সহ সরঞ্জাম, ফলে খোলা আকাশের নিচে মাটিতেই চলে বছরভর প্রশিক্ষন, বৃষ্টি হলে তথা বর্ষার সময়ে যার ফলে সমস্যায় পরতে হয় তাদের, তবে এসবকে পেছনে ফেলে নিজেদের উদ্যোম ইচ্ছে শক্তির ওপর ভর করেই এবছর অংকৃশ কর্মকার ও রাইনা মজুমদার জায়গা করে নিয়েছে পর্তুগালে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়ান শিপে।

প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক বিশ্বরূপ জানান
দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনরকমে চলে সংসার, কিন্তু এই সুদুর পর্তুগালে পারি দিতে এত খরচ ভেবেই কিছুটা ভেঙে পরে তারা, পরে তাদের পরিবারের তরফে ব্যাংক লোন করে, একজন বন্ধক রেখেই দেশের হয়ে খেলতে যাচ্ছে বলেও জানায়। তবে সরকারি সহায়তা পেলে ভালো হয় বলে জানান।।
২০২৩ এর অক্টোবরে উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়ান শিপে রৌপ পদক পেয়ে ছিল এই দুই কৃতী,
এবার ২০২৪ এ পর্তুগালে ১৩ তম ( জুনিয়র) আ্যাক্রোবেটিক মিক্স জিমনাস্টিক বিশ্ব চ্যাম্পিয়ান শিপে ফের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে নবদ্বীপের দুই কৃতি অঙ্কুশ কর্মকার ও রাইনা মজুমদার।

জানা যায় এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ জন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলছে এই প্রতিযোগিতায়, যেখানে নবদ্বীপের দুই কৃতি যোগ্যতা অর্জন করেছে।
এখন এটাই দেখার ফের নবদ্বীপের এই দুই কৃতী তাদের প্রতিভা দিয়ে বিশ্বের দরবারে কতোটা সাফল্য আনতে পারে দেশের জন্য, যদিও সকলেই তাদের সাফল্য কামনা করছে।
আর শনিবার এই প্রশিক্ষন কেন্দ্রে এসে তাদের আগাম শুভেচ্ছা বার্তা দিতে হাজির হয় পৃথিবী ফাউন্ডেশন নামক নবদ্বীপের এক সামাজিক সংগঠন,তারাও এই দুই কৃতীর সাফল্য কামনা করে পাশাপাশি সকলের উদ্দেশ্য আবেদনও করেন আর্থিক ভাবে এই দুই কৃতীর পাশে দাঁড়ানোর জন্য।

 

Leave a Reply