মলয় দে, নদীয়া :- শুধু আজ নয়! ইতিহাস সাক্ষী। অতীতেও সমাজের একাধিক জ্বলন্ত সমস্যার সমাধান, করতে এগিয়ে এসেছিলো ছাত্ররা। তাইতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামে, সুকান্ত ভট্টাচার্য্য সহ অনেকেই তাদের লেখনীতে তা স্পষ্ট করেছেন।
প্রতিরাতে নিঃশব্দে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের মূল্য, আর তারই অদৃশ্য কারণ হিসেবে সমস্ত নিত্যপ্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্যের দাম আকাশছোঁয়া। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ জানালেও, এক মাস ধরে লাগাতার নিয়মিত আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রীরা।
নদীয়া জেলার হাঁসখালি, কৃষ্ণনগর, রানাঘাট চাকদহ কল্যাণী সর্বত্রই তাদের বিক্ষোভের প্রতিচ্ছবি।
আজ মঙ্গলবার নদীয়ার শান্তিপুরে এক প্রতিবাদী সাইকেল মিছিলে অংশগ্রহণ করলো শান্তিপুরের শতাধিক ছাত্র-ছাত্রী । শান্তিপুর থানার মোড় থেকে শুরু হয়ে বাবলা গোবিন্দপুর পেট্রোল পাম্পে গিয়ে শেষ হয়।
এ প্রসঙ্গে নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি রাকেশ পাড়ুই জানান, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে, নদিয়া জেলা ছাত্র পরিষদ কো-অর্ডিনেটর সুপ্রিয় চন্দ্রের উদ্যোগে এ ধরনের আয়োজন। এই অঞ্চলে সাংসদ হিসেবে, পরবর্তীতে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, বিজেপি প্রতিনিধি , কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় তিনি বারবার দিল্লিতে গেলেও সাধারণ মানুষের সমস্যার কথা নিয়ে দরবার করেনি দিল্লিতে। তাই মানুষের সচেতনতা বৃদ্ধি করতে, কেন্দ্র সরকার যদি পিছু না হটে অভিনব এই বিক্ষোভের আয়োজন। আগামীতে কেন্দ্র সরকার যদি মূল্যবৃদ্ধির লাগাম না টানে, বৃহৎ গণআন্দোলন গড়ে উঠবে বাংলায়! আর তার নেতৃত্বে থাকবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।