রক্তদান আন্দোলনের অন্যতম সমাজকর্মী কামিনীরঞ্জন বালার প্রথম প্রয়াণ দিবসে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির

Social

দেবু সিংহ, মালদা : রক্তদান আন্দোলনের অন্যতম সমাজকর্মী কামিনীরঞ্জন বালার প্রথম প্রয়াণ দিবসে ফরাক্কা সেভেন ইউনিট ক্লাব ও ফিউচার ইন্ডিয়া ওয়েলফেয়ার সোসাইটি-‌র যৌথ উদ্যোগে এবং ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় ফরাক্কায় রক্তদান শিবির অনুষ্ঠিত ‌হয়ে গেল।

শিবিরে উপস্থিত ছিলেন প্রয়াত কামিনীরঞ্জন বালার সহধর্মিনী শর্মিলা বালা, ছেলে কৃশানু বালা, ফরাক্কার বিধয়াক মইনুল হক, সেভেন ইউনিট ক্লাবের সভাপতি সঞ্জয় ভকত, ফরাক্কা ফিউচার ইন্ডিয়া ওয়েলফেয়ার সোসাইটি-‌র কর্ণধার বিশ্বজিৎ সিনহা, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা-‌র আহ্বায়ক অনিলকুমার সাহা প্রমুখ।

অন্যদিকে এদিন সাধন সংঘ আশ্রম ব্রহ্মবিদ্যা মন্দির-‌এর পরিচালনায় ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় বিবেকানন্দ পল্লী মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দুটি শিবিরে ৪ জন মহিলাসহ ৪৩ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।

Leave a Reply