দেবু সিংহ মালদা : মিড ডে মিল অনিয়ম ও শিক্ষকদের বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতির অভিযোগ এনে বিদ্যালয়ে তালা ঝুলানো হল পেমাই প্রাথমিক বিদ্যালয় এ। এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না শিক্ষকরা দেরী করে স্কুলে আসেনি মিড ডে মিল অনিয়মিত ভাবে চলছে এছাড়াও ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে টাকা তুলছে ভারপ্রাপ্ত শিক্ষক কানাই চন্দ্র মন্ডল। ছাত্র-ছাত্রীদের ট্রান্সফারের ক্ষেত্রে তিনি অভিভাবকদের কাছ থেকে টাকা নিচ্ছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন। এসব অভিযোগের ভিত্তিতে আজ গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে প্রাথমিক বিদ্যালয় তালা ঝোলায়। বিক্ষোভ দেখায় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের উপর।
এলাকাবাসী ক্ষিতীশ চন্দ্র মন্ডল জানান বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না স্কুলের শিক্ষকরা দেরি করে আসছেন এছাড়াও ট্রানস্ফার ও ভর্তির ক্ষেত্রে ভারপ্রাপ্ত শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছেন। আজ মিড ডে মিলের ডিম হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। এ নিয়ে তারা ব্লক অফিসে অফিসে এসআই অফিসে বহুবার অভিযোগ জানিয়েছেন কিন্তু কোন কাজ হয়নি। তাই আজ তারা এলাকাবাসী মিলে বিদ্যালয়ে তালা ঝুলিয়েছে ন। বিদ্যালয়ের ছাত্রী নয়না দাস জানান শিক্ষকরা বারোটার সময় স্কুল আছেন প্রতিদিন ভালো করে ক্লাস হয়না মাসে একদিন ডিম দেয়া হয়। মিড ডে মিল রান্না কারী এক মহিলা জানান মাসে চার দিন ডিম হওয়ার কথা থাকলেও একদিন ডিম পাওয়া যায় নিয়ে প্রধান শিক্ষককে অনেকবার বলা হয়েছে কিন্তু তিনি শোনেননি।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক কানাই চন্দ্র মন্ডল বলেন এসব তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে গ্রামবাসী। প্রতি সপ্তাহে একদিন করে ডিম খাওয়ানো হয়। ছাত্রভর্তি কিংবা ট্রান্সফারের ক্ষেত্রে কোন টাকা না হচ্ছে না। সামনে সরস্বতী পূজা উপলক্ষে বিদ্যালয় পূজা হবে।এইজন্য বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাদের সামর্থ্য মত টাকা আনা হচ্ছে সেটাও পরিমাণে খুব বেশি নয়। তবে যারা দিতে পারছেন না তাদেরকে জোর করা হচ্ছে না।
সকাল থেকেই বিদ্যালয়ে তালা ঝুলানো নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।