শ্রমিকদের শুভেচ্ছা জানাতে যন্ত্রণার কথা তুলে ধরতে মে দিবসে কালান্তর কাগজের সম্পাদক নদীয়ায়

Social

মলয় দে নদীয়া:- শ্রমিকের স্বার্থ রক্ষায় অত্যাচার নিপীড়নের শোষণের বিরুদ্ধে আজকের দিন মে দিবস বিশেষ তাৎপর্য সারা বিশ্বের কাছে। এই উপলক্ষে বাম ডান জাতীয়তাবাদী সব ধরনের রাজনৈতিক দলের কাছেই সমান গুরুত্বের তবে বামপন্থীদের কাছে আবেগের এবং গৌরবান্বিত ইতিহাসের সাক্ষী হিসাবে।

নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত নৃসিংহপুর এলাকায় বহু পুরাতন সংগঠন মুটে মজদুর ইউনিয়ন যা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অন্তর্ভুক্ত। প্রতিবছরের মতন এ বছরেও পতাকা উত্তোলন শহীদ বেদীতে মাল্যদান এবং নেতৃত্বের মূল্যবান বক্তব্য বর্তমান পরিস্থিতি নিয়ে শ্রমজীবী মানুষদের আলোচনা সহযোগে সুদীর্ঘ ৪ ঘন্টা ধরে পালিত হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কালান্তর সংবাদপত্রর সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলা , এ আই টি ইউ সি রাজ্য কমিটির সদস্য তপন কর্মকার, সি আই টি ইউ নদিয়া জেলা কমিটির সদস্য সৌমেন মাহাতো, যুব নেতৃত্ব পার্থ অধিকারী , সি পি আই শান্তিপুর আঞ্চলিক কমিটির সম্পাদক ধীমান মৃধা, ইউনিট সম্পাদক গনেশ সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বর্তমান দেশ এবং রাজ্যের পরিপ্রেক্ষিতে নানান রাজনৈতিক ঘটনাবলী আলোচিত হয় আজকের মে দিবসের শ্রদ্ধার্ঘ্য জানানোর অনুষ্ঠানে। রানাঘাট লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী প্রাক্তন সাংসদ অলকেশ দাসের জয়লাভ শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন বলে উল্লেখ করেন কল্যাণবাবু। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী বিভিন্ন কালো আইন তুলে ধরেন, বিদ্যুৎ সহ একাধিক বিষয়ে সাধারণ শ্রমজীবী মানুষের ওপর নানান জুলুমের প্রতিবাদ করেন। মুটে মজদুর ইউনিয়নের নেতৃত্বরা সকল শ্রমিক শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের বিভিন্ন দুর্নীতি এবং কেন্দ্রের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়ার কথা বলেন।

Leave a Reply