মুখরোচক খাদ্য সমারোহে জমজমাট বসন্ত উৎসব পালন নদীয়ায়

Social

মলয়দি নদীয়া: রঙে আবিরে নাচে গানে ও নানান মুখরোচক খাদ্য সমারোহে এক জমজমাট বসন্ত উৎসব পালন করলো। নদীয়া শান্তিপুরের নিউ দেশবন্ধু ক্লাব ২৬ শে মার্চ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওরিয়েন্টাল স্কুলের মাঠে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। এমনিতেই সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাব । এছাড়াও বাংলা বর্ষবরণ ইংরাজি বর্ষবরণ সহ বিভিন্ন উৎসবেও তাদের নজর কাড়া অনুষ্ঠান করতে দেখা যায়, শান্তিপুর থানার মাঠে বেশ কয়েকবছর যাবৎ শান্তিপুর উৎসবেরও আয়োজন করে এই নিউ দেশবন্ধু ক্লাব যা শান্তিপুরের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে , এই বসন্ত উৎসবের অন্যতম উদ্যোক্তা ও নিউ দেশবন্ধু ক্লাবের সম্পাদক মনোজ সরকার জানালেন আমরা চেষ্টা করি শান্তিপুরের মানুষকে শান্তিতে রাখতে আনন্দে রাখতে তাই আমাদের এই আয়োজন, সাধারণত বসন্ত উৎসবে যা দেখা যায় একে অপরকে রঙে আবিরে রাঙিয়ে দেওয়া, নাচে গানে মেতে ওঠা সে সব তো ছিলই, এখানকার বসন্ত উৎসবে গিয়ে চোখে পড়লো ফুচকা ঝালমুড়ি বা গরম গরম সিঙ্গাড়ার মতো মুখরোচক খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে, রয়েছে ঠান্ডা পানিয় বা ডিম টোষ্ট-এর ব্যাবস্তাও, যা এই বসন্ত উৎসবে সামিল হওয়া সকলেই একেবারে ফ্রী তেই আস্বাদন করতে পারবেন। আর এমন একটি রকমারী আনন্দ দায়ক অনুষ্ঠানে ভিড় জমাতে দেখা গেছে শান্তিপুরের বিভিন্ন প্রান্তের মানুষজনকে প্রসঙ্গত এবছর ভোটের কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে হয়ে যাওয়ায় বিশেষ করে যুবক যুবতী দের উপস্থিতি লক্ষ্য করা গেছে চোখে পড়ার মতো।

Leave a Reply