ভয়াবহ আগ্নিকান্ডে পুড়ে ছাই বসতবাড়ি সহ ঘরের ভিতরে থাকা যাবতীয় জিনিসপএ সহ নগদ টাকা

Social

দেবু সিংহ,মালদাঃ ভয়াবহ আগ্নিকান্ডে পুরে ছাই বসতবাড়ি সহ ঘরের ভিতরে থাকা যাবতীয় জিনিসপএ সহ নগদ টাকা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মালদার রতুয়া-২ নম্বর ব্লকের মির্জাতপুর এলাকায়।আগ্নিকান্ডের ঘটনার জেরে সর্বশ হারিয়ে খোলা এই শীতকালে আকাশের নীচে ঠাঁই শেখ রহমান সহ গোটা পরিবার।তাকিয়ে সরকারি সাহায্যের দিকে।

পরিবার সুএে জানা গেছে,সেখ রহমানের বড় মেয়ে রেশমা খাতুনের বিবাহ হয় মানিকচকের নূরপুর এলাকায়।বিগত তিনদিন আগে বাবার বাড়ি বেরাতে আসে বড় মেয়ে।রেশমা মানসিক ভারসাম্যহীন গতকাল রাত আনুমানিক একটা নাগাদ সে বাবার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।চিৎকার শুনে ছুটে এসেন স্থানীয়রা।তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনার খবর পেয়ে তরিঘরি ঘটনাস্থলে ছুটে আসেন পুখুরিয়া থানার পুলিশ বাহিনী।

আরো জানা গেছে,শেখ রহমান তার ছোট মেয়ে সাবিনা খাতুনের জন্য জমি বিক্রি করে নগদ দুই লক্ষ্ টাকা রাখা ছিল।আগুনের তীব্রতায় নগদ টাকা ঘরের আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

Leave a Reply