বিএসএফের উদ্যোগে নদীয়ায় প্রদর্শনী ও রক্তদান শিবির

Social

মলয় দে নদীয়া:-রবিবার দুপুর বারোটা নাগাদ, ভীমপুর থানার অন্তর্গত গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের উদ্যোগে ও সহযোগিতায় জলকর মথুরাপুর ডেভলপমেন্ট অর্গানাইজেশন এন্ড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এন্ড কাউন্সিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

রক্তদান শিবিরের পাশাপাশি বিএসএফের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় । যে সমস্ত রোগীরা চিকিৎসা করাতে আসেন তাদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেয়া হয় । এছাড়াও কারগিল যুদ্ধে যে সমস্ত ব্যবহার হয়েছিল সেগুলোরই প্রদর্শনী ব্যবস্থা করা হয় এখানে ।এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১০০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চস্তর একাধিক আধিকারিকরা । সীমান্ত এলাকায় এই ধরনের অনুষ্ঠান হয় খুশি গ্রামবাসীরা ।

গ্রামবাসীরা এই অনুষ্ঠানের স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন । অনুষ্ঠান দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান স্কুল মাঠ প্রাঙ্গনে । প্রসঙ্গত বলা যেতেই পারে বিএসএফ স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে এগুলো তুলে ধরছে ।

Leave a Reply