মলয় দে নদীয়া :-নদীয়ার বাদকুল্লার ইউনাইটেড অ্যাকাডেমি ময়দানে আজ থেকে শুরু হলো চতুর্থতম বাদকুল্লা বইমেলা উৎসব ২০২৩, তবে বইমেলার সাথে বিজ্ঞান মেলা হিসেবে এই প্রথম।
এবছর তাদের বইমেলা চতুর্থতম বর্ষে পদার্পণ করল। আজকের এই বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টেলিভিশন ও সিনেমা খ্যাত বিশিষ্ট অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ও সন্দীপ চক্রবর্তী, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র কুমার সরকার মহাশয় সহ আরো অনেকে। আজকে একটি পুস্তক উদ্বোধন করা হয় এই মেলায়।
উদ্যোক্তারা জানান বইমেলা চলবে সাত দিন ধরে প্রতিদিন সন্ধ্যায় থাকছে, সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন বিজ্ঞান বিষয়ক সেমিনার শো সহ নানান অনুষ্ঠান। এবছর বাদকুল্লা বিজ্ঞান বইমেলার বিশেষ আকর্ষণ থাকছে বাংলা রক ব্যান্ড মাইলস্টোন।