মলয় দে নদীয়া :-জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর বা কৃষ্ণনগর শুধু নয়। নদীয়ার শান্তিপুর সূত্রাগর অঞ্চলের, জগদ্ধাত্রী পুজোও বেশ ঐতিহ্যপূর্ণ বাংলার জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে । সেরকমই নদীয়ার শান্তিপুর পৌরসভার ,সূত্রাগর সূত্রধর পাড়া বারোয়ারী এ বছর ১৭৩ তম বর্ষে পদার্পণ করল । মূলত এই পুজো ছুতোর সম্প্রদায় মানুষদের দ্বারাই প্রথম আয়োজন করা হয়। তারপর থেকে ১৭৩ বছর ধরে নিয়ম নিষ্ঠা এবং ভক্তি ভরে হয়ে আসছে জগদ্ধাত্রী আরাধনা । পূজো উদ্যোক্তারা জানাচ্ছেন ,এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী মুখর হয়ে থাকে। এবং এলাকার প্রতিটি মানুষ নিয়ম নিষ্ঠার সাথে দেবী আরাধনায় ব্রতী হন । এই পূজোর বিশেষত্ব হলো এখানে দেবী জগদ্ধাত্রীকে, কোন রান্না করা ভোগ নিবেদন করা হয় না । দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় কাঁচা ভোগ। এবং বলির মাধ্যমে দেবীকে নিবেদন করা হয় আখ ,চাল কুমড়ো ,কলা ইত্যাদি ফল । জানা যায় দেবীর কাছে কেউ ভক্তি ভরে কিছু চাইলে মা তাদেরকে খালি হাতে ফেরত পাঠান না। তবে দীর্ঘ ইতিহাসের সাক্ষী বহন করে, ধীরে ধীরে রীতি এবং ঐতিহ্যকে বজায় রেখে হয়ে আসছে এই সূত্রধর পাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পূজা। তবে এই পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে দর্শনার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতন ।