বিরসা মুন্ডার জন্ম দিবসে ভাষা সংস্কৃতি প্রচার এবং প্রসার ঘটানোর জন্য সমগ্র নদীয়ার আদিবাসী সমাজ একত্রিত হয়ে গড়ে তুলল গ্রুপ

Social

মলয় দে, নদীয়া :-আদিবাসী সম্প্রদায়ের ধরতি আবা অর্থাৎ বিরসা মুন্ডার জন্মদিনে সকলকে জোহার জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে। এই শুভ দিনে তারা নদীয়ার আদিবাসী নামক একটি গ্রুপ গঠন করেছেন যার উদ্দেশ্য নিজের সংস্কৃতি প্রচার-প্রসার এবং রক্ষা করার জন্য।

তারা বলেন তাদের মঞ্চ একটাই, “নদিয়ার আদিবাসী” এখানে কোন সম্প্রদায়গত ভেদাভেদ থাকবে না , সুখে, দুঃখে আন্দোলনে সবাই সকলের পাশে দাঁড়াবেন, এটাই এই গ্রুপের উদ্দেশ্য।গতকাল নদীয়ার বিভিন্ন জায়গায় , সকল সম্প্রদায়ের আদিবাসীরা ধরতি আবাকে স্মরণ করেছেন।

নদিয়ার গোবিন্দপুর গ্রাম, আসাননগর চাঁদপুর গ্রাম,তালদহ গ্রাম, শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়া, সুত্রাগড় চর সহ বেশ কিছু আদিবাসী এলাকায় গিয়ে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকম আলোচনা সভা এবং গান নাচ মাদল বাজানো সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুস্ঠান করা হয়।

Leave a Reply