দেবু সিংহ মালদা: বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গাজোলে। বুধবার বিকেলে সংশ্লিষ্ট ব্লকের বাবুপুর এলাকায় ধানের জমিতে একটি ব্যাগে বোম উদ্ধারের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকায় ছুটে আসে গাজোল থানার পুলিশ।
এদিন বিকেল ৪টা নাগাদ বাবুপুর ইকড়া বাড়ি এলাকায় ধানের জমির পাশে পুকুর পাড়ে এক কৃষক ধানের জমিতে ধান দেখতে গিয়ে তাঁর নজরে আসে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই ব্যাগে চারটি বোমা রয়েছে। আপাতত পুলিশি নজরদারিতে রয়েছে সেখানে।