সোশ্যাল বার্তা : অশোকনগর আই এন টি টি উ সি পক্ষ থেকে সামাজিক কর্মসূচি গ্রহণ হিসাবে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। শেরপুর মোড়ে অশোকনগর ডিজেল অটো ইউনিয়ন ও টোটো ইউনিয়ন পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত বারাসাত সংসদীয় জেলা র সভাপতি মাননীয় তাপস দাসগুপ্ত, জয়া দত্ত, রাজ্য সম্পাদিকা,সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস,
উৎপল তালুকদার মুখ্য প্রশাসক ও অতীশ সরকার উপ মুখ্য প্রশাসক,সমীর দত্ত অশোকনগর কল্যাণগড় পৌরসভা র প্রাক্তন প্রধান শীলা দে ১৮ নং ওয়ার্ডের কো অর্ডিনেটর।