সোশ্যাল বার্তা: প্রসবকালীন সাহায্যকারী দাইমাদের নিয়ে শ্যামা পুজোর উদ্বোধন । এক অভিনবত্ব আনলো সুতাহাটার অভিযান সংঘ । দাইদের মঞ্চে নিয়ে এসে সম্বর্ধনা ও শুভ উদ্বোধন ঘটালো অভিযান সংঘ ।দাইমা অর্থাৎ ঠিক মায়েরই আরেক রূপ । মা যেমন সন্তান প্রসব করেন , অতীতে এই দাইমারাই সন্তান প্রসব করতে সাহায্য করেন । আজকের দিনে যদিও এরা বিলুপ্ত হয়ে গেছে । অতীতে যখন এত হাসপাতাল ডাক্তার নার্স ছিল না , সেই সময় গ্রামগঞ্জে এই দাইমারাই সন্তান প্রসব করাতেন ।তাইতো ওদের দাইমা বলে। বিলুপ্ত হয়ে যাওয়া এই দাইমাদের খুঁজে নিয়ে এসে শ্যামা মায়ের মন্দিরের মন্ডপের দারদ গঠন করালেন অভিযান সংঘ । সুতাহাটার অভিযান সংঘ এক অভিনব রুপে শনিবার রাত্রে শুভ উদ্বোধন ঘটালো ।
দাইমা নিহারী ভূইয়া, দাইমা লায়লা বিবি দাইমাদের হাত ধরেই মন্ডপের দার উদঘাটন হল । তারা শোনালেন অতীতের দাইমার কাজকর্মের কথা। আজকের প্রজন্ম এদেরকে ভুলেই গেছে। দাইমা হাজার হাজার বাচ্চা প্রসব করিয়েছেন।