মহানন্দার ওপারের শৈফুদ্দিন ও আকবর আলীরা লন্ঠন হাতে দাঁড়িয়ে বিদায় জানান মা চন্ডীকে

Social

দেবু সিংহ মালদা: সম্প্রীতির নির্দশন সাড়ে তিনশো বছর ধরে অটুট রয়েছে পশ্চিমবঙ্গের মালদহ জেলার চাঁচলে।

এখানকার রাজবাড়ীর মা মা চন্ডী নামে পরিচিত। পুরনো রীতি মেনে মঙ্গলবার গোধূলি লগ্নে মা চন্ডীকে লণ্ঠনের আলো দেখিয়ে বিদায় জানালেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সম্প্রীতির এই দুর্লভ ছবি দেখা গেল চাঁচলের সতীঘাটে।

জানা যায় চাঁচোল এর রাজা রামচন্দ্র রায়বাহাদুর আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে এই পুজোর শুরু করেছিলেন।

রাজবাড়ির পূজো নামে পরিচিত চাঁচল এর এই ৩৫০ বছরের পুরনো পুজো।
বর্তমানে রাজা নেই রাজার রাজত্ব নেই কিন্তু রয়ে গিয়েছে রাজ আমলের বিভিন্ন রীতিনীতি। আর সেই রীতি মেনেই দশমীর দিন গোধূলি লগ্নে চাচল পাহাড়পুরের চন্ডী মন্দিরের সামনে ঠিক ২০০ মিটার দূরে সতীঘাটে নীরঞ্জনে গেলেন মা চন্ডী। নীরঞ্জন প্রাক্কালে মহানন্দার ওপারের শৈফুদ্দিন ও আকবর আলীরা লন্ঠনের আলো দেখিয়ে মা চন্ডীকে বিদায় জানালেন।

এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা জানাচ্ছেন বাপ ঠাকুরদার আমল থেকে দেখে এসেছেন লন্ঠন দেখিয়ে মা চন্ডীকে বিদায় করতে হয়। তাই তারাও লন্ঠন দেখেই মা চন্ডী কে বিদায় জানান।

Leave a Reply