মালদা: বিশ্ব মানচিত্রে মালদা পরিচিত আমের জন্য। মালদার জগৎবিখ্যাত তিন প্রজাতির আম এবার জি আই তকমা পেল। খুশি জেলার আমচাষি এবং ব্যবসায়ীরা। এর ফলে মালদা জেলার আম বিদেশের বাজারে বাজারজাত করার ক্ষেত্রে আরো সুবিধা হলো বলে জানাচ্ছেন চাষিরা। এই মর্মে মঙ্গলবার মালদা টাউন হলে জি আই শংসাপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলার ২৩২ জন চাষীদের হাতে জি আই শংসাপত্র তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রাজ্যের আরও এক মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া,
অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার, বিধায়ক সমর মুখার্জি,সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন ,মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা। জানা যায় জেলার ফজলি,হিমসাগর এবং লক্ষণ ভোগ এই তিন প্রজাতির আম জি আই তকমা পেয়েছে।