হনুমান মন্দিরের উদ্যোগে অভিনব শিক্ষক দিবস পালন

Social

প্রীতম ভট্টাচার্য: আজ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন ও শিক্ষক দিবস।আর এই শিক্ষক দিবস কে স্মরনীয় করে রাখতে এক অভিনব উদ্যোগ নিয়েছিল কৃষ্ণনগর চড়কতলা ষষ্ঠীতলা ১০৮ হনুমান মন্দির। প্রায় চারশো ক্ষুদে শিল্পীদের হাতের আঁকায় শিক্ষকদের শ্রদ্ধাজ্ঞাপন।

কৃষ্ণনগরের বিশিষ্ঠ অংকন শিক্ষকদের সংবর্ধনা দেয় এই সংস্থা।এই মন্দিরের প্রধান উদ্যক্তা দীপক বিশ্বাসের উদ্যোগে এই কর্মকান্ডটি উদযাপিত হয়। স্বর্গীয় তরুন ভট্টাচার্য্যের স্মৃতির উদ্দ্যশ্যে প্রত্যেক প্রতিযোগীকে ” নদীয়া দর্পন” বইটি উপহার দেওয়া হবে।

দীপক বিশ্বাস মহাশয় বলেন সকল শিক্ষক মহাশয়রা বিভিন্ন অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু আঁকার সাথে যুক্ত শিক্ষকদের সেভাবে খুব কম সংখ্যায় সংবর্ধনা দেওয়া হয়,সেজন্য হনুমান মন্দিরের উদ্যোগে এই অভিনব উদ্যোগ আমরা গ্রহন করি, আজ শিক্ষক দিবসে সকল শিল্পীদের এক জায়গায় সম্নিলিত করে তাদের শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত। এলাকার মানুষ ও ১০৮ হনুমান মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমীর দিন লোকনাথ পুজো, কীর্ত্তন, ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে।এত সংখ্যক প্রতিযোগীর হাতে রঙীন হয়ে উঠেছিলো এই অনুষ্ঠানটি।

Leave a Reply