জলপথে এবার চাকদার দুর্গা প্রতিমা রওনা দিলো প্যারিসের উদ্দেশ্যে

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার মৃৎশিল্প বিশ্বজুড়ে সমাদৃত। বিদেশে পথে চাকদহের তৈরী দূর্গা প্রতিমা । অন্যান্য বারের মতো এবারও বিদেশে যাচ্ছে তবে এবার প‍্যারিসে যাচ্ছে জল পথে।

জানা যায় গত দুমাস ধরে তৈরী করা হয়েছে এই প্রতিমা। ফাইবারে দূর্গা প্রতিমা।এক চালা লম্বা সাড়ে সাত ফুট,চওড়া সাড়ে দশ ফুট। ফোল্ডিং সিস্টেমে তৈরী ওজন প্রায় আনুমানিক দুশো কেজির মতোন। প‍্যাকিং করে জাহাজে করে প‍্যারিসের পথে রওনা দিলো চাকদহে কেবিএমের অনুপ গোস্ষামীর হাতে তৈরী দূর্গা প্রতিমা।

এর আগে তার তৈরি প্রতিমা অস্ট্রিলিয়া ও বাহারিন গিয়েছে এবছর প‍্যারিস। গত রথযাত্রায় অর্ডার পেয়েছেন তিনি এই প্রতিমা তৈরি করার।

Leave a Reply