দেবু সিংহ মালদা :- মালদা জেলার বিভিন্ন ব্লকে ব্লকে চলছে রাজ্য সরকারের নির্দেশে শিল্পের সমাধানের শিবির মেলা অনুষ্ঠান । এই শিল্প উদ্যোগে এই অনুষ্ঠানে রয়েছে ছটি ইন্সটল সেই সকল স্টোর গুলি হলো :-মায়নোটি দপ্তর, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এডিও অফিস শস্য বীমা দপ্তর, হস্তশিল্প প্রদর্শনী দপ্তর, শ্রমিক প্রশিক্ষণ দপ্তর, রেজিস্ট্রেশন দপ্তর, ব্যাংক দপ্তর ।
এই ধরনের বিনা পয়সায় প্রশিক্ষণ জনসাধারণের সুবিধার্থে এই রাজ্য সরকারের উদ্যোগে মাইনোটি তে সকল রাজমিস্ত্রি শ্রমিক কার্ড নাই সেই সকল ব্যক্তিদের তিন দিনের ফ্রি কোর্স ট্রেনিং দিয়ে তাদের হাতের সার্টিফিকেট দেয়া হবে। যে সকল দলগুলো ব্যাংক লোন নেবে এবং লোন নিয়েছে পরিশোধ করবে সেই সকল দলগুলিকে সহযোগিতা করা। এই মেলা অনুষ্ঠান টি ১৮ ই আগস্ট পর্যন্ত চলবে।