গ্রাম বাংলার লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ চড়ক পূজার দিনে গম্ভীরা পূজা

Social

দেবু সিংহ,বামনগোলা: গ্রাম বাংলার লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ চড়ক পূজা। সেই চড়ক পূজা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে।

 

জানা যায় আজ থেকে প্রায় ২০০ বছর আগে থেকেই এই পূজা হয়ে আসছে ওই গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিবছর চৈত্র মাসের শেষের দিকে, মা কালী পুজো হয়ে থাকে। যা, গম্ভীরা পূজা নামে পরিচিত। । তারি পাশাপাশি এই পূজা ঘিরে বসে মেলা উল্লেখ্য প্রতিবছর মড়ার মাথায় খুলি নিয়ে বিভিন্ন রকম খেলা দেখানো হয়। যা দেখতে আশেপাশে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকের সমাগম ঘটে মেলায়।

Leave a Reply