মলয় দে নদীয়া: আজ ১১ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস । যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালনের উদ্দেশ্যে কৃষ্ণনগর রেল স্টেশনে সকাল সাড়ে সাতটায় প্রতিকৃতিতে মাল্যদান এবং ব্যাজ পরিধানের কর্মসূচি গ্রহণ করা হয় ছাত্র সংগঠন ডি এস ও এবং যুব সংগঠন ডি ওয়াই ও এবং মহিলা সংগঠন এম এস এস এর পক্ষ থেকে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জি এবং ছাত্র ও মহিলা সংগঠনের জেলা নেতৃবৃন্দ। আজ ইতিহাস বই থেকে জীবন সংগ্রাম মুছে ফেলার বিরুদ্ধে,কৃষ্ণনগর রেল স্টেশনে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি স্থাপন করার দাবি এবং আজকের আত্মকেন্দ্রীকতা ও স্বার্থপরতা যুগে ক্ষুদিরামদের জীবন চর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন যুব সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জি।