মলয় দে নদীয়া: এলাকাবাসী উদ্ধারকারী ! গাছের ডালের সঙ্গে ঘুড়ি উড়ানোর নাইলন সুতোয় পেঁচিয়ে যাওয়া হনুমান শাবকের লেজ মুক্ত।
জানা যায় বনদপ্তরের সহযোগিতা না পেয়ে এলাকাবাসীই হয়ে উঠলো উদ্ধারকারী।
ভয়ংকর এই দুর্ঘটনাটি শুক্রবার ঘটে নদীয়ার শান্তিপুর শহরের ভদ্রা কালী এলাকায় শিবু দত্তের বাড়িতে।
হনুমানের ওই শাবকের লেজের সাথে লাইলন সুতো পেঁচিয়ে যাওয়ার কারণে, দীর্ঘক্ষণ ঝুলে থাকে, আশেপাশে ওই শাবকের মা হনুমান এবং আরো বেশ কয়েকটি হনুমানের উপস্থিতিতে রাস্তা দিয়ে অনেকেই যেতে পারছিলেন না দুপুরের পর থেকে।
তবে শিবু বাবুর দাবি বেশ কয়েকবার বনদপ্তরে ফোন করেও মেলেনি সদুত্তর। অন্যদিকে বেলা গড়িয়ে সন্ধ্যে হওয়ার উপক্রম হলে তারা এলাকার বেশ কিছু সহৃদয় যুবক এবং ভগিনী নিবেদিতা সামাজিক সংগঠনের সদস্যদের নিরলস প্রচেষ্টায়, অন্যান্য হনুমানদের ঠেকিয়ে নাইলনের সুতো কেটে ওই হনুমান শাবককে উদ্ধার করতে সমর্থ হয়।
এরপর এলাকাবাসীর মহানুভবতায় ওই হনুমান শাবককে প্রাথমিক চিকিৎসা করিয়ে তার মায়ের কোলে ছেড়ে দেওয়া হয়, এরপর তারা তাদের স্বাভাবিক বাসস্থানে ফিরে যায়।