বিশ্বের সবচেয়ে ছোট লুডো বোর্ড বানিয়ে ইন্টারন্যাশনাল বুক ওফ রেকর্ডে এবং ইন্ডিয়া বুক ওফ রেকর্ডে নাম তুলল রুপা মনি

Social

সোশ্যাল বার্তা: রং তুলির সাহায্যে বিশ্বের সবচেয়ে ছোট লুডো বোর্ড বানিয়ে নজর নজর কাড়লেন উত্তরবঙ্গের নাটাবাড়ি গ্রামের রুপা মনি পাল।

রুপা মনি পেশায় একজন অঙ্কন শিক্ষিকা। নতুন কিছুর করার ভাবনা নিয়েই তার এই উদ্যোগ। কোচবিহার জেলার নাটাবাড়ি গ্রামের মেয়ের সাফল্যে গর্বিত অনেকে ।

জানা যায় বিশ্বের সবচেয়ে ছোটো লুডো বোর্ড রঙ তুলির সাহায্যে কাগজের উপরে হাতে করে বানান। যার মাপ মাত্র 0.8×0.8MM এবং ছক্কা 0.1mm । তার এই কাজটি করতে সময় লেগেছে মাত্র ৬মিনিট ।

এই কাজের স্বীকৃতি গত ১৯ শে এপ্রিল ২০২৩ ইন্টারন্যাশনাল বুক ওফ রেকর্ডে এবং ২২শে এপ্রিল ইন্ডিয়া বুক ওফ রেকর্ডে নাম নতিভুক্ত হয়েছে।

Leave a Reply