ন্যাক স্বীকৃতি ও মূল্যায়ন সম্বন্ধে সচেতনতা বিষয়ক একদিবসীয় কর্মশালা

Social

পটাশপুর, পূর্ব মেদিনীপুর: যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে ন্যাক স্বীকৃতি ও মূল্যায়ন সংক্রান্ত সচেতনতা বিষয়ক একদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হল মঙ্গলবার। অনুষ্ঠানের প্রথমেই কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করে মহাবিদ্যালয়ের ন্যাক স্টিয়ারিং কমিটির কোঅডিনেটর ড. তুষারকান্তি মণ্ডল স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র কর্মশালা সম্বন্ধে বিস্তারিত বক্তব্য পেশ করেন। কর্মশালায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. রূপা দাশগুপ্তা। ড. দাশগুপ্তা ন্যাক স্বীকৃতি ও মূল্যায়নের নতুন ও সংশোধিত মূল্যায়ন সম্পর্কে দুটি পর্যায়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ড. কৃষ্ণা বসু ঠাকুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মশালার আহ্বায়ক ও আইকিউএসির কোঅডিনেটর ড. অনিরূদ্ধ সিনহা, আইকিউএসির সদস্য ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে। মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী মিলিয়ে মোট ১১০জন অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংরাজী বিভাগের সহকারী অধ্যাপিকা শ্রীময়ী রায়।

Leave a Reply