দেবু সিংহ মালদা: একুশে জুন
পঞ্চায়েত ভোটের আবহে পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। ভারত সরকার তথ্য সম্প্রচার মন্ত্র উদ্যোগে মালদা জেলার ইংলিশবাজার ব্লকের নরহাটটা অঞ্চলের সাতঘরিয়া আদর্শ বিদ্যালয় যোগা দিবস পালিত হল ।প্রায় দুশোর অধিক ছাত্র-ছাত্রী এই যোগা দিবসে অংশগ্রহণ করে এই যোগা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগা শিক্ষক মাননীয় নিতাই দেবনাথ মহাশয় এবং তথ্য সম্প্রচার দপ্তরের আধিকারিক নবীন তামাং ইংলিশ বাজার গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক নজরুল ইসলাম সহ আরো অনেকে। যোগা শিক্ষক মাননীয় নেতাই দেবনাথবলেন আমরা দিন দিন যন্ত্রনির্ভর হয়ে পড়ছি ।যার ফলে আমাদের শরীরে নানা রকম রোগের উপসর্গ দেখা দিচ্ছে তাই সুস্থ নীরব থাকতে হলে প্রতিটি মানুষের যোগা করা অত্যন্ত প্রয়োজন। যোগায় অংশগ্রহণকারী ইসরাত জাহান বলেন যোগা ছাড়া শরীর সুস্থ রাখা সম্ভব নয়। সকলের কাছে প্রতিনিয়ত যোগা করার আবেদন জানিয়েছে। এই যোগা দিবসে অঙ্কন প্রতিযোগিতা ও ব্যায়ামের উপকারিতা জানিয়ে পত্র লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।প্রথম দ্বিতীয় তৃতীয় ও সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।