মলয় দে নদীয়া :- গত ১লা জৈষ্ঠ্য থেকে একমাস যাবৎ যুগলকিশোর মিলনে আনন্দ উৎসব পালন করা হয়। যা শেষ হয় গতকাল।
এখানকার সেবাইত জানান, যুগল কিশোর দেবের যৌতুক স্বরূপ সেবাইত গঙ্গারাম দাসের ১০০একর বিঘার এক খন্ড জমি দানপত্র মূল্যে অর্পণ করে ছিলেন।
তবে রাধারানী এসেছিলেন সে সময়ের নদীয়ারাজ কৃষ্ণচন্দ্রের বাড়ি থেকে। এই বিবাহ উপলক্ষে তিনি ওই এলাকায় মন্দির নির্মাণসহ প্রচার এবং প্রসার ঘটান। আনুমানিক প্রায় ৩৫০ বছর ধরে এই মেলা নদিয়া জেলার সর্ব বৃহত বটেই রাজ্যের মধ্যেও অন্যতম।
সেই সময় থেকে যুগল কিশোরের মহিমা চারিদিকে। জামাই ষষ্ঠীর দিন এ নতুন বিবাহিত স্বামী স্ত্রী এসে পূজো দিয়ে যায়। মানত করলে সুখ সমৃদ্ধি সু সন্তান সহ সব কিছুই মেলে এমনটাই ভক্তবৃন্দদের বিশ্বাস। তবে মেয়ে জামাই সম্পর্কিত মন্দির এ রাজ্যে আর কোথাও আছে কিনা তা জানা নেই অনেক ভক্তদেরও। বিগত এই একমাস যাবত সময় ধরে নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে বলেই মন্দির কর্তৃপক্ষের দাবি।