নদীয়ার কৃষ্ণনগরে সিএমওএইচ অফিসে বিক্ষোভ আশা কর্মীদের  

Social

মলয় দে নদীয়া:- সামান্য ইন্সেটিভ তাও প্রতি মাসে নয় বছরে সাত আটবারে ঢুকছে কর্মীদের একাউন্টে। যুক্তির সময় উল্লেখ না থাকলেও সরকারি বিভিন্ন মেলা, এবং বিভিন্ন জায়গায় তাদের পাঠানো হচ্ছে কাজ করতে। কাজের বিবরণ ছবি তুলে পাঠানোর রীতি থাকলেও নেট ব্যালেন্স রিচার্জ বা অ্যান্ড্রয়েড মোবাইলের মূল্য দিচ্ছে না সরকার। সাধারণ মানুষদের করোনা জনিত কারণে মৃত্যুর ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও কোভিড পরিস্থিতির মধ্যে প্রাণ বিপন্ন করে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসা, মৃত আশা কর্মীর অনেক পরিবারই এখনো সেই অর্থ পায়নি।

এই ধরনের নানা দাবি প্রথমে সাব সেন্টারের এএনএমএর কাছে পরবর্তীতে , ব্লক স্তরে বি এম ও এইচ এর কাছে , জানিয়েও কোনো সুরাহা হয়নি, সম্প্রতি কিছুদিন আগে প্রতি জেলার স্বাস্থ্য অধিকর্তার কাছে কাছে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয় এ ধরনের নানান দাবি উল্লেখ করে। তাতেও কোন ভ্রুক্ষেপ না থাকায় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার রাজ্য জুড়ে ৬০০০০ আশা কর্মী তাদের নিজে নিজে জেলায় স্বাস্থ্য অধিকর্তা অফিস ঘেরাও অভিযান চালান।

নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত আশা কর্মীরা সদর হাসপাতাল থেকে পোস্ট অফিসের মোড় পর্যন্ত একটি সু বিশাল মিছিল করেন। এরপর সদর মোড়ে সি এম ও এইচ অফিস ঘেরাও বিক্ষোভ দেখান।

Leave a Reply