এবছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের টপ টেনে নদীয়া জেলার একমাত্র তোষালী ঘোষ

Social

মলয় দে নদীয়া:- এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩শে ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ঠা মার্চ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয় গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৯,৮৭৭৫। যা এই বছর বেশ খানিকটা কমে হয় ৬,৯৮, ৬২৮ তে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই আজ সকালে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ফলাফল। তবে নদিয়া জেলার ফলাফল আশানুরূপ হয়নি এই বছরে। নদিয়া জেলায় প্রথম দশের তালিকায় স্থান পেয়েছেন মাত্র একজন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এই বছর নদিয়া জেলা থেকে এবার মাধ্যমিকে প্রথম দশের মধ্যে স্থানাধিকারীর সংখ্যা মাত্র একজন।

নদীয়া জেলায় বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মধ্যে দশম স্থান অধিকার করেছে কৃষ্ণনগর গড়াইপাড়া আমিনবাজারের বাসিন্দা কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুলের ছাত্রী তোষালী ঘোষ। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৩. ফলাফল ঘোষণা হওয়ার পর সে জানায়, ” খুব ভালো লাগছে। তবে আর একটু পেলে খুশি হতাম।” আগামী দিনে মহাকাশ বিষয় সম্পর্কে পড়াশোনা করতে চাই বলে জানায় তোষালী ।

কৃষ্ণনগর হোলি ফ্যামিলি স্কুলের তোষালী ঘোষ ৬৮৩ নাম্বার পেয়ে ৩৪ জনের মিলিত দশম স্থান অধিকার করেছে। এটাই জেলার সর্বোচ্চ নাম্বার।

Leave a Reply