দেবু সিংহ,মালদা: আদিবাসীদের জন্য স্কুল তৈরি এবং স্থায়ী বাসস্ট্যান্ড সহ একাধিক উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে গাজোলের জমি পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ।
মঙ্গলবার দুপুরে গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের ইচাহার এলাকায় জমি পরিদর্শনে যান জেলাশাসক নীতিন সিংহানিয়া। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী সহ প্রশাসনের পদস্থ কর্তারা । জেলা শাসকের জমি পরিদর্শনের সময় উপস্থিত হয়েছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভীন। করকচ গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি এলাকা পরিদর্শনের পর ইচাহার গ্রামে ফাঁকা জমির খোঁজ পান তদারকিতে যাওয়া প্রশাসনের কর্তারা। প্রাথমিক পর্যায়ে তিন থেকে পাঁচ একর ফাঁকা জমির খোঁজ পেয়েছেন জেলাশাসক। সেখানেই আদিবাসীদের একটি স্কুল সহ আরো বিভিন্ন উন্নয়নমূলক কি ধরনের কাজ করা যায় সে কথাও এদিন জানিয়েছেন জেলা শাসক নীতিন সিংহানিয়া।