একদিকে নীলপুজোর শিব পার্বতী অন্যদিকে পয়লা বৈশাখের গণেশ মূর্তি ! শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা 

Social

মলয় দে নদীয়া :- আজ নীল পুজো, সেই উপলক্ষে আকৃতি এবং ডিজাইনের শিব পার্বতী হরগৌরী শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। মাঝে মাত্র একটি দিন তারপরেই নতুন বছর পয়লা বৈশাখ। ছোট বড় নানান ধরনের ব্যবসার এমনকি বেশকিছু গৃহস্থ্য বাড়িতেও গণেশ পূজার রীতি রয়েছে। আর সেই উপলক্ষে তৎপরতার সঙ্গে চলছে গণেশ প্রতিমা নির্মাণ।

তবে এ ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে গণেশ পূজা পরবর্তীতে অক্ষয় তৃতীয়া, লোকনাথ জন্ম দিবস , এমনকি বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত বিক্রি চলে। তাই দুশ্চিন্তার কোনো কারণ না থাকায়, বিপুল সংখ্যক গণেশ প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা । নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুরের বিভিন্ন কুমোরটুলিতে ব্যস্ত রয়েছেন শিল্পীরা।

Leave a Reply