সোশ্যাল বার্তা :নদীয়া জেলার করিমপুরের নিকট
গোড়ভাঙা গ্রাম যেখানে বসবাস করেন বাংলার লোকসংগীত গানের অনেক জনপ্রিয় শিল্পী। মনসুর ফকির,গোলাম ফকির সহ একাধিক শিল্পী দেশ-বিদেশে গিয়ে বাংলার গান সবার সামনে তুলে ধরেন। গোড়ভাঙা গ্রামে রয়েছে জনকল্যাণ সেবা আশ্রম বা আজহার ফকির আশ্রম। সেই এলাকার রাস্তা ছিল খুবই খারাপ। এবার সেই রাস্তা মেরামত করতে এগিয়ে এলেন
করিমপুর এর বিধায়ক বিমলেন্দু সিংহ রায়।
বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে ৭,৯৮,৫৩০ টাকা বরাদ্দকৃত করিমপুর দু’নম্বর ব্লকের নতিডাঙ্গা দুই নং অঞ্চলের গোড়ভাঙা গ্রামে আজহার ফকির আশ্রম হতে আবু তাহের এর বাড়ী পর্যন্ত রাস্তা তৈরি কাজ শুভারাম্ভ হলো। উদ্বোধন করলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ও বিশিষ্ট লোকসংস্কৃতি শিল্পী মনসুর ফকির।
জানা যায় এই আশ্রমের কর্ণধার মনসুর ফকির রাস্তা সংস্কারের জন্য বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের কাছে যান। তৎক্ষণাৎ তৎপর হয়ে বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দ করে এই রাস্তা সংস্কারের উদ্যোগী হন।
রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার জন্য মনসুর ফকির ধন্যবাদ জ্ঞাপন করেছেন করিমপুর এর বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এই প্রসঙ্গে করিমপুরের বিধায়ক জানান করিমপুরের গোড়ভাঙা গ্রামে জনকল্যাণ সেবা আশ্রম যা আজাহার ফকির বাবা আশ্রম নামে প্রসিদ্ধ। মনসুর ফকির তাঁর কাছে এসেছিলেন। খুব দ্রততার সাথে কাজ শুরু করানোর চেষ্টা করেছেন। এলাকার কোথাও যদি রাস্তা খারাপ থাকে তাহলে বিধায়কের কাছে জানানোর পরামর্শ দেন।
বিধায়কের এই কাজে খুশী এলাকার সাধারণ মানুষ।