মলয় দে নদীয়া:- আজ থেকে পাঁচ বছর আগে, শান্তিপুর শহরের চার নম্বর ওয়ার্ডের আগমেশ্বরী স্ট্রীটের বেশ কিছু যুবক, দেবাধিদেব মহাদেবের উপাসনায় চৈত্র মাসে গাজনে অংশগ্রহণ করে। নাম দেয় হর পার্বতী গাজন।
বাড়ি বাড়ি ভিক্ষা করা, আগুন খেলা, চালান, কাঁটাখেলা, নিয়ম-নীতি নিষ্ঠা ভরে পালন করলেও, বর্ষি বিঁধানোর পক্ষপাতী তারা নয়, তাই দড়িতে ঝোলানো চড়ক অনুষ্ঠিত করে থাকে তারা।
তবে ভক্তি বিশ্বাস অটুট রেখে এ প্রজন্মের ছেলেরা , শিব সেবার থেকেও জীব সেবায় বেশি মনোযোগী হয়েছে এবার। স্থানীয় রক্ত দানে সহযোগিতা করা সংগঠন সেতুর কাছে এমনই ইচ্ছা প্রকাশ করে তারা। রানাঘাট আনুলিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায়, ৩০ জন রক্ত দান করে আজ। যার মধ্যে ১৫ জনই, আজ থেকে চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত গাজন উপাসনার সমস্ত রীতিনীতি পালন করতে চলেছে।
হবু সন্ন্যাসীদের মতে রক্ত দান করতে, গিয়ে দুটো দিন পিছিয়ে শুরু করতে হয়েছে । তবে তাতে দুঃখ নেই তাদের, একই সাথে জীব এবং শিব সেবা করতে পেরে তারা খুশি।
অন্যদিকে তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাতে এবং অনুপ্রেরণা দিতে উপস্থিত হয়েছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলি গোস্বামী, সামাজিক সংস্থা সেতু কর্মকর্তা এবং এলাকার বহু বিশিষ্টজন।
তারা বলেন, প্রত্যেক ধর্মেই মানবতার স্থান আগে, এভাবেই সকলে এগিয়ে আসলে, একদিকে যেমন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় তেমনই, নিজেদের কৃতকর্মের ফলে দুঃখ দুর্দশা ঘোঁচে অনেকটাই।
সামনের বার থ্যালাসেমিয়া নির্ণয় এবং মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা প্রকাশ করেছেন রক্তদাতা সন্ন্যাসীরা।