মলয় দে নদীয়া :-বিগত লকডাউনের পর থেকে পথের সারমেয়দের প্রতি আরও যত্নবান হয়েছেন, সচেতন নাগরিকগণ।
পুষ্টি সংক্রান্ত, মৃত্যু কম হলেও, অজানা এক কারণে রেকর্ড পরিমাণে পথের সারমেয়দের মৃতদেহ সংগ্রহ করতে গিয়ে চক্ষু চরক গাছ শান্তিপুর পুরসভার। যথেষ্ট উদ্বেগের সাথে শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক জানালেন, প্রতি বছরেই শীতের শেষে গরম পড়ার শুরুতে, তাদের মৃত্যুহার বাড়ে। এবারে অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়েছে। এক কথায় বলতে গেলে মড়ক লেগেছে। কিছুদিন আগে পর্যন্ত শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে মৃত সারমেয় সংগ্রহের একটিমাত্র গাড়িতে ৮-১০ টি মৃতদেহ সংগ্রহ করতে হতো প্রতিদিন, গত বছরেও এই সময় সংখ্যা বেড়ে কুড়ি পঁচিশটি পর্যন্ত লক্ষ্য করা যায় সর্বাধিক। তবে এবার, প্রতিদিন ৩০ থেকে ৪০ টি সংগ্রহ করতে হচ্ছে বেশ কিছুদিন যাবত । আরও একটি গাড়ি বাড়িয়েও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। বিষয়টি প্রানী বিকাশ দপ্তরে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান।
এ বিষয়ে আমরা খোঁজ নিতে গিয়েছিলাম শান্তিপুরে অবস্থিত রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেও চিকিৎসার জন্য আসা দেবকুমার ব্যানার্জি পারমিতা দাস অপর্ণা চ্যাটার্জী মশাল দেবনাথরা জানালেন, দেশি প্রজাতির কোন ক্ষেত্রে বিদেশি কুকুরেরও জ্বর বমি পাতলা পায়খানা সংক্রান্ত নানা বিষয়ে , সকাল থেকেই লম্বা লাইনে চিকিৎসা করাচ্ছেন তারা। হাসপাতাল থেকে ওষুধ ইঞ্জেকশন বিনামূল্যে না পাওয়ার অভিযোগ জানালেও, চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পাচ্ছেন বলেই জানিয়েছেন আমাদের।
ওই প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের ভেটেনারি ফার্মাসিস্ট কৃষ্ণচন্দ্র মৃধা জানান, এ বিষয়ে পথের সারমেয়াদের জন্য কোন শুভাকাঙ্ক্ষী মানুষ বা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কেউ নিয়ে আসেন তাহলে, তাদের রক্ষা করা সম্ভব হবে।
ওই রাজ্য প্রাণীস্বাস্থ্য কেন্দ্রের অপর এক কর্মী তরুণ কুমার দত্ত জানান, কার্বো ভাইরাস নামে একটি সংক্রামক ব্যাধি হচ্ছে কুকুরদের। আর সেক্ষেত্রে, আউটডোর চিকিৎসার জন্য প্রতিদিনই তারা চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন।
এ ব্যাপারে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া সহ, পোস্টার ব্যানারের মাধ্যমে , পথের সারমেয়দের ছায়া জায়গায় থাকার ব্যবস্থা, বাড়ির সামনে পানীয় জল রাখার ব্যবস্থা, এবং চোখের সামনে অসুস্থ সারমেয় দেখলে তাদের প্রাণীস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা, অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদের জানানোর জন্য শুভাকাঙ্ক্ষী মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।