বিএসএফ এর পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম এবং চিকিৎসা কেন্দ্রগুলিকে সহায়ক সরঞ্জাম প্রদান

Social

মলয় দে নদীয়া :- গতকাল দারের মাঠ স্কুল মাঠ এ ৮৬ বি এন ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রামে র আয়োজন করে ছিলেন। তাতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের হুইল চেয়ার, স্পোর্টস ইকুইপমেন্ট, ব্লঙ্কেট,স্কুল ছাত্রীদের সাইকেল, আরও বিভিন্ন সরঞ্জাম, শিকারপুর হসপিটাল কে ইসিজি মেশিন, হুইল চেয়ার, করিমপুর হসপিটাল কে হুইল চেয়ার বিতরণ,করলেন তারা। সেলাই মেশিন,RO water purifier, জলের মেশিন দেওয়া হয় বেশ কয়েকটি প্রতিনিয়ত জনসমাগম হয় এমন বেশ কয়েকটি সংস্থাকে।

উপস্থিত ছিলেন ৮৬ বি এন ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট, বিএসএফ এর আধিকারিক, রেডক্রস সোসাইটি করিমপুর ১শাখার সম্পাদক, ও সদস্য বৃন্দ, বিভিন্ন পঞ্চায়েত এর প্রধান, স্কুল এর হেড মাস্টার। এদিন ২০০ জনেরও বেশি মানুষ কে বিভিন্ন সরঞ্জাম প্রদান করেন তারা।

Leave a Reply