মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে রওনা দেওয়া গাড়ি থেকে লাফ ! শ্মশান যাত্রীরা হাসপাতালে রক্তাক্ত বৃদ্ধ কে নিয়ে

Social

মলয় দে নদীয়া :-উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত আকাইপাড়া পঞ্চায়েতের হুদা গ্রামে গতকাল রাতে ৬৩ বছর বয়সী জীবন সরকারের মৃত্যু হয়। পারিবারিক ইচ্ছা অনুযায়ী, মৃতদেহ নবদ্বীপ মহা শ্মশানে দুটি মেটানোর গাড়ি ভর্তি করে পরিবার এবং এলাকাবাসী দাহ করতে যায়। পথের মাঝে শান্তিপুর বাথনা ব্রিজের ওপর, একটি ম্যাটাররে পা ঝুলিয়ে ডালায় বসে থাকা বিভোর মন্ডলের পকেট থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল পড়ে যায়। সকলে মিলে চিৎকার করে গাড়ি থামাতে, বলার পর গাড়ি কিছুটা আস্তে হতেই , তিনি উল্টো দিক করেই মোবাইল কুড়ানোর উদ্দেশ্যে লাফ দেন। সামান্য হলেও গাড়ির গতি থাকার কারণে, তিনি রাস্তার মাঝেই পড়ে গড়িয়ে যান বেশ খানিকটা, পথের পাশে থাকা ফুটপাতের একটি অংশে মাথা ধাক্কা খায়। বের হতে থাকে কান দিয়ে রক্ত। মূল মৃতদেহ বহন করা গাড়িটির সাথে বেশ কিছু শ্মশান যাত্রী শ্মশানে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেন অন্যদিকে, গুরুতর আহত বিভোর বাবুকে নিয়ে হাসপাতালে পৌঁছায় অপর একটি গাড়ি। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক পরিস্থিতির কোনরকম উন্নতি না হওয়ার কারণে, কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে তাকে পাঠানোর সিদ্ধান্ত নেয় শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। শোকের মাঝেই বিভোর বাবুকে নিয়ে দুশ্চিন্তায় শ্মশান যাত্রীরা।

Leave a Reply